গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোঃ রিপন হাওলাদার ঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের মাঝে
ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন ডিএনসিসি'র শ্রমিক কর্মচারী লীগের সাবেক নেতা সততা পরিষদের মোঃ জামাল হোসেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাড়ে তিনশ’ পরিবারের মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গত ৩০ এপ্রিল শনিবার ডিএনসিসিসি'র পাঁচটি অঞ্চলে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেকের কাছে চিনি, সেমাই , গুঁড়ো দুধ উন্নতমানের পোলাও চাল ইত্যাদির একটি প্যাকেট হস্তান্তর করা হয়।
ঈদ উপহার সামগ্রী পেয়ে একজন বলেন, জামাল ভাই শুধু এই ঈদে এমন উপহার দিচ্ছে তা নয় ।
তিনি গত দুই বছর মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে
সবাই যখন গৃহ বন্দি স্তব্ধ কর্মস্থল দিশেহারা শ্রমিক কর্মচারীরা খাদ্য সংকটের দূর্বিশহ মূহুর্তে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন ।
যেটা আমার মতো অনেকেই তা নির্দ্বিধায় স্বীকার করবে। এছাড়াও তিনি যখন শ্রমিক কর্মচারী লীগের নেতার দায়িত্ব পালন করেছেন তখন আমাদের অনেক দাবি দাবা আদায়ে ব্যাপক ভূমিকা রেখেছেন ।
তার কাছ থেকে কেউ কোন দিন দ্বি-মুখ করে ফেরত যায়নি এখন যারা নেতৃত্বে রয়েছে তাদের কেউ অভাবী নয় প্রত্যেকের প্রচুর অর্থ বিত্ত আছে।
কই আমরা তো জামাল ভাইয়ের মতো শ্রমিকদের পাশে তাদের দাঁড়াতে বা কোন মানবিক কর্মকাণ্ড করতে দেখি না।
শুধু নেতৃত্বে আসতে অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ নির্বাচনী প্রচারণা আর নির্বাচিত হয়ে নেতার খাতায় নাম লিখলেই নেতৃত্বের শোভা পায়না।
যাদের ভোটে নির্বাচিত হয়েছেন জামাল ভাইয়ের মতো এমন উদার মনের মনোভাব নিয়ে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিতে হয়।
একান্ত আলাপকালে মোঃ জামাল হোসেন বলেন,আসলে যারা আমার কর্মকাণ্ডের প্রশংসা করেছে তা হয়তো অনেকের কাছে মনোভূত হবে না ।
তবে আমি আমার জীবন চলার পথে সামান্য কিছু করার চেষ্টা করছি।হয়তো আমার সামর্থ কম তাই তেমন করে করতে পারছি না ।
তারপরও ডিএনসিসিতে কর্মের মাধ্যমে যেহেতু আমার জীবিকা নির্বাহ করছি আর জীবনের বেশিরভাগ সময় এই কর্মচারী ভাইদের সাথে অতিবাহিত হবে।
তাই তারাই আমার সুখ দুঃখের ভাগিদার আর সে জন্যই তাদের কথা আমার মনে সর্বদা কম্পিত হতে থাকে ।
তাই ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের মাধ্যমে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করে থাকি ।
সৃষ্টিকর্তা যতো দিন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে ততো দিন এমন কর্মকাণ্ড চালিয়ে যাবো।
তার পরিবারের এক সদস্যের মাধ্যমে জানা যায় তিনি শুধু এই দুনিয়ার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তা নয় পরোকালের জন্য কিছু আমল করতে তার দেশের বাড়িতে তার পিতা দেলোয়ার হোসেন এর নামে একটি মাদ্রাসা নির্মাণ করেছেন ।
যার নাম করন করা হয়েছে দেলোয়ার হোসেন হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা।
সেখানে এতিম শিশুদের থাকা খাওয়ার যাবতীয় খরচ নিজে বহন করেন। এছাড়াও তাদের পারিবারিক কবর স্থানে একজন পাগল দীর্ঘদিন বসবাস করে সেখানে মৃত্যু বরণ করে এবং পাগলের অসিওত অনুযায়ী সেখানে তাকে দাফন করা হয়।
সেই পাগলের কবরটিও তিনি তার নিজ অর্থে পাকা করেন। তিনি তার অর্থে আরো একটি সেবা ইতিমধ্যে চালু করেছেন আর তা হলো তার গ্রামের কেউ মৃত্যুবরণ করলে হাফেজ দিয়ে কোরআন খতম দেওয়া হবে সেই হাদিয়া তিনি বহন করবেন।
খুলনা বিভাগের সাংবাদিক, মুক্ত হাতে যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বাংলাদেশের বহুল প্রচারিত, মিডিয়া অন্তুর্ভুক্ত জাতীয় দৈনিক সরেজমিনবার্তা পত্রিকায় খুলনা বিভাগীয় প্রধান , জেলা প্রতিনিধি , বিজ্ঞাপন প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীগণ ০১৭১৫ ৯৫ ৯৩ ৪৪ এই নম্বর এ যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital