গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম, ফেনী মহাসড়কে ডাকাতি ও অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ও খুন, ডাকাতি সহ ১০ টির বেশী মামলার আসামী মোঃ সরোয়ার হোসেন ( ১) জনি (২) মনু ডাকাত মহিলা সহযোগী ও কয়েকটি অস্ত্র সহ র্যাবের হাতে আটক । র্যাবের প্রতিষ্ঠারলগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস্য উদঘাটন , অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব -৭ চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী , ডাকাত , ধর্ষক , চাঁদাবাজ , সন্ত্রাসী , খুনি , বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার , মাদক উদ্ধার ছিনতাইকারী , অপহরনকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারন জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । আসামী ১। মোঃ সরোয়ার হোসেন ও জনি ২, মনু ( ৩৪ ) , পিতা মৃত মনোয়ার হোসেন , সাং- ভাটিখানা , থানা- কাউনিয়া , জেলা - বরিশাল , ২। মোঃ রিপন ( ৩২ পিতা মৃত হযরত আলী , সাং- বড়ইতলা পাওয়াপাড়া , থানা- তালতলী , জেলা বরগুনা , ৩ । তাসলিমা বেগম ( ৩৬ ) , স্বামী মিজানুর রহমান প্রকাশ চাঁন মিয়া , সাং- ছোটতালতলী চাঁন মিয়ার বাড়ী , থানা- তালতলী , জেলা বরগুনাদের অদ্য ১৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত ০২.১৫ ঘটিকায় ডাকাতির প্রস্তুতি কালে পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী খেজুরতলী জাইল্যাপাড়া ব্রীজের নিকট হতে গ্রেফতার করা হয় । তাদের দখল হতে একটি দুনালা বন্দুক , দুইটি এলজি , ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় । র্যাবের জিজ্ঞাসায় তারা চাঞ্চল্যকার তথ্য প্রদান করে । তারা জানায় পলাতক আসামীদের সহযোগীতায় ভোর রাতে মাইক্রোবাস সংগ্রহ করে যাত্রী সেজে তারা গাড়ীতে উঠে একেক জন একেক সিটে বসে কেউ তসবি পড়তে থাকে , কেউ হৃদভাবে বসে থাকে । সর্বপরি রাস্তার যাত্রীদের বিশ্বাস করানোর জন্য যা যা প্রয়োজন তাই করে । গাড়ীতে আগে থেকে বসে থাকা ডাকাতদের নম্র , ভদ্র ব্যবহার দেখে সহজ সরল যাত্রীরা কম টাকায় গন্তব্যে পৌঁছার জন্য ডাকাতদের গাড়ীতে উঠে । গাড়ীতে উঠার পর ডাকাতরা বিভিন্ন ধর্মীয় কথাবার্তা বলতে থাকে । কিছু দুর যাওয়ার পর ডাকাত দলের একজন বলে আমি সামনে নামব তখন ডাকাত দলের দুইজন সামনের সিটে চলে আসে এবং টার্গেট যাত্রীকে মাঝখানের সীটে বসায় । তারপর শুরু হয় আসামীদের আসল রুপ আসামীরা ভয়ভীতি দেখিয়ে , জিম্মি করতঃ মারপিট করে , গলায় গামছা পেছিয়ে পিছনে টান দিয়ে ভীত সস্তত্ব করে যাত্রীদের নিকট থেকে নগদ টাকা পয়সা , মোবাইল ফোন নিয়ে নেয় । যাত্রীদের মোবাইল ফোন ব্যবহার করে আত্নীয় স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে ডাকাত দলের সদস্যরা ভিকটিমকে অভিনয় করে তার পরিবারের সদস্যদের ফোন করতে বলে । ভিকটিমের আত্মীয় স্বজন ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা দিয়ে দেয় । অতিরিক্ত ভয় দেখালে ভিকটিমের কথা বার্তা এলোমেলো হতে পারে সে দিকেও নজর রাখে তবে ডাকাতদল জরুরী অবস্থায় পালানোর পথ সুগম করার জন্য গাড়ীতে দেশীয় অস্ত্রের ষ্টক রাখে । আগ্নেয়াস্ত্র দেখালে সে দিন সাধারনত খুন বা ভয়াভহ কিছু ঘটে। তাদের কাজ শেষ হলে চট্টগ্রাম হতে কুমিল্লার মধ্যবর্তী সুবিধা জনক স্থানে যাত্রীকে ফেলে দিয়ে চলে যায়। যাত্রীদের রাস্তার পাশে ফেলে দেয়ার আগে ভিকটিমের চোখে বিশেষ ধরনের রাসায়নিক মলম লাগায় যার কারনে মলমের বিষক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু দেখতে পায় না অর্থাৎ গাড়ীর নাম্বার দেখতে পায় না বা কোন দিকে গাড়ী চলে গেছে তা বলতে পারে না ইতি মধ্যে ডাকাতরা নিরাপদ দুরত্বে চলে যায় । আসামী রিপন র্যাবের জিজ্ঞাসায় জানায় কিছুদিন পূর্বে মনু ডাকাতের সাথে যাত্রীদের উঠিয়ে অনুরুপ পদ্ধতি অবলম্বন করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাত্রী ( ভিকটিম ) কে রাস্তার পাশে ফেলে চলে যায় । রিপনের বক্তব্যেও ঘটনার হুবহু মিল পাওয়া যায় । তাছাড়া তাসলিমার স্বামী মিজানুর রহমান প্রকাশ চান মিয়া মাইক্রোবাস সরবরাহ করে এবং সাথে কাজ করে থাকে তার জন্য টাকার আলাদা ভাগ পায় । তাসলিমা স্বামীর কাজে সহযোগীতা করার জন্য ডাকাতের সাথে যোগাযোগ রাখে ও প্রয়োজনে সেও অপারেশনে যায়। সম্প্রতি পাহাড়তলী থানার মামলা নং- ০১ , তারিখ ০১ / ০১ / ২০২২ ইং ধারা- ৩৯৬ পেনাল কোড অর্থাৎ একই ভাবে মাইক্রোবাসে যাত্রী উঠিয়ে ডাকাতি করে ফেলে গেলে পরবর্তীতে ভিকটিম মারা যায় এই মামলার প্রধান আসামী মোঃ সরোয়ার হোসেন ১) শুনি ২) মনু ডাকাত তার সহযোগীদের নিয়ে অপরাধটি সংঘটিত করেছিল বলে র্যাবের কাছে অপকটে স্বীকার করে । তাছাড়া তাসলিমা বেগমের স্বামী মিজানুর রহমান প্রকাশ চান মিয়া খুনসহ ডাকাতি মামলার জড়িত আসামী হিসাবে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে । ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও উদ্ধার হয়েছে । উল্লেখ্য যে , আসামী মোঃ সরোয়ার হোসেন ( ৪ ) জনিন মনুর বিরুদ্ধে বরিশাল মহানগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১০ টি মামলা গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ।
খুলনা বিভাগের সাংবাদিক, মুক্ত হাতে যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বাংলাদেশের বহুল প্রচারিত, মিডিয়া অন্তুর্ভুক্ত জাতীয় দৈনিক সরেজমিনবার্তা পত্রিকায় খুলনা বিভাগীয় প্রধান , জেলা প্রতিনিধি , বিজ্ঞাপন প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীগণ ০১৭১৫ ৯৫ ৯৩ ৪৪ এই নম্বর এ যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital