প্রবাস ডেস্ক : মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের চিকিৎসায় শতভাগ সফলতা এখনো আসেনি। তবে হাদিসে বর্ণিত বিষয়ের সঙ্গে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে করোনাভাইরাসের ওষুধ বানিয়েছেন সৌদি আরবের একদল গবেষক। একই সঙ্গে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করেছেন তারা।
কালোজিরা নিয়ে সহীহ বুখারি শরিফের ৫৩৬৩ নম্বর হাদিসের বাণীর সঙ্গে সঙ্গতি রেখে ‘তাইবুভিড’ নামে একটি ওষুধ তৈরি করেছে মদিনার ‘তাইবাহ ইউনিভার্সিটির অ্যান্টি-কোভিড ট্রিটমেন্ট’ গবেষক দল। মুসলিম ইঙ্ক ম্যাগাজিন এবং আমেরিকান জার্নাল ‘পাবলিক হেল্থ রিসার্চ’ এই গবেষণাপত্রটি প্রকাশ করেছে।
হাদিসে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন- ‘রাসুল (সা.) বলেছেন, “কালোজিরা সকল রোগের ওষুধ কেবল বিষ ছাড়া।” তিনি (আয়েশা) বললেন “বিষ কী?” জবাবে নবী (সা.) বললেন, “মৃত্যু”।’
হাদিসের সঙ্গে মিল রেখে প্রস্তুত এই ওষুধের মূল উপাদান হলো- কালোজিরা, ক্যামোমিল ও প্রাকৃতিক মধু।
গবেষণাপত্র অনুযায়ী, এক ডোজ তাইবুভিডে রয়েছে, এক চা চামচ (২ গ্রাম) কালোজিরা, এক চা চামচ (১ গ্রাম) ক্যামোমিল (এক ধরনের ফুল) চূর্ণ এবং এক চা চামচ প্রাকৃতিক মধু।
তাইবাহ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের প্রধান ডা. সালাহ মোহাম্মদ আল সাঈদ বলেন, ‘আমরা করোনাভাইরাসের চিকিৎসার জন্য কালোজিরা, ক্যামোমিল, লবঙ্গসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণার পর আশানুরূপ ফল পেয়েছি। গবেষণার পর আমরা যা পেয়েছে, সেটি হচ্ছে- কালোজিরা এবং ক্যামোমিল করোনাভাইরাসকে পুরোপুরি দমন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ তা’আলার কৃপায় যেসব করোনা আক্রান্ত রোগী এই ওষুধ গ্রহণ করেছেন, তারা খুব ভালো উপকার পেয়েছেন। তারা এটি নিজেরা বাড়িতেই তৈরি করেছেন। এই ওষুধে উপকার পেতে এক সপ্তাহের বেশি সময় লাগেনি।’
বাংলাদেশ হাইকমিশন থেকে সিঙ্গাপুরের প্রবাসীদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ
প্রকাশিত : Saturday, 13 June 2020ডেস্ক রিপোর্টঃ কুয়েতে গ্রেফতার হওয়া বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া...
প্রকাশিত : Friday, 12 June 2020সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital