সাইদুল ইসলাম
কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গতকাল রাত আনুমানিক ২ টা সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী নয়নপুর বাজারে ইলেকট্রনিক শক সার্কিট এ সৃষ্ট হওয়া আগুনে পুড়ে গেছে ১৬ টি অস্থায়ী দোকান। যার মধ্য ১৩ টি ফলের ও ৩ টি পানের দোকান ছিলো, জানা যায় আনুমানিক প্রায় ২৮ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের ক্ষতি হয়েছে, জানা যায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ফলের দোকানগুলোতে ইফতারির পণ্য ও নানান ফলমূল তুলেছিলো ভ্রাম্যমাণ ব্যাবসায়ীরা। আজ সকালে ঘটনাস্থলে সরেজমিনে যান কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সাথে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসুদ উল আলম সাংবাদিকদের বলেন যে, নয়নপুর বাজারে ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলো তারা, আমরা ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা করে জেলা প্রাশাসকের কাছে প্রেরণ করেছি।
সব হতাশা দূর করে এবং সকল বিপত্তি পেরিয়ে আসন্ন পবিত্র মাহে রমজানে ভালোভাবে ব্যাবসা করতে আশা প্রত্যাশি এই ভ্রাম্যমাণ ব্যাবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital