ছয় দিন ব্যাপী "৪১ তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসব "
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা
২৭.০২.২০২১ খ্রী. প্রকাশিত রবিবার
দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়নের বরকোটায় মা মনষা বাড়ী প্রাঙ্গনে শ্রীমদ্ভাগত পাঠ ও ৪১ তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের মহোৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত মহোৎসব কার্যকরি পরিষদ আয়োজক ভক্তবৃন্দ শ্রী প্রভাষ দাস, সভাপতি, কার্যকরি পরিষদ, শ্রী নেত্র বিকাশ মিত্র, সাধারণ সম্পাদক, কার্যকরি পরিষদ, শ্রী উৎপল চন্দ্র দাস, যুগ্ন সাধারণ সম্পাদক, শ্রী বাবুল দাস, যুগ্ন সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানটি পরিচালনায় যুব পরিষদ শ্যামল দাস, কাজল দাস, সুদেব দাস, শায়ন দাস, অর্পজিত দাস ও সাগর দাস এরা অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন দান গ্রহন করেন।
জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। ইহাই হরিনাম সনাতন ধর্ম শাস্ত্রের সার সিদ্ধান্ত।
উক্ত অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ মনোযোগ সহকারে প্রাণ ভরে উপভোগ করেন।
উনুষ্ঠানের " শ্রীনামসুধা পরিবেশনায় নয়টি সংকীর্তন সম্প্রদায় তাদের মনোমুগ্ধকর পরিবেশনা করে ভক্তবৃন্দকে আকৃষ্ট করেন। জয়গুরু সনাতন সম্প্রদায়, ফরিদপুর, শ্রীমন মহাপ্রভু সম্প্রদায়, মাদারিপুর, সোনার গোলাপ সম্প্রদায়, পুরোজপুর, গৌরবাণী সম্প্রদায়, ঝিনাইদহ, সচীনন্দন সম্প্রদায়, কুষ্টিয়া, মীরা সম্প্রদায়, গোপালগঞ্জ, মা ভবতারিণী সম্প্রদায়, খুলনা এবং শ্রী শ্রী মা মনসা সংঘ, স্হানীয়।
উক্ত অনুষ্ঠানের পরিচালনা পরিষদের ভক্তবৃন্দের সাথে কথা বলে জানা যায় ছয় দিন ব্যাপী একাধারে এই মহানামযজ্ঞ চলতে থাকবে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital