আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার মহাস্থান স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা ফাউন্ডেশন এর উদ্যােগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চেক-আপ অনুষ্ঠিত
সোহাগ মাহবুবঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা ফাউন্ডেশন এর উদ্যােগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ ইং উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চেক-আপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রবিবার (২১শে ফেব্রুয়ারী) সকালে মহাস্থান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি তাবরীজ বারীদার এর সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চেক-আপ ক্যাম্পেন অনুষ্ঠানে উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
এসময় তিনি বলেন মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলার দামল ছেলেরা বাংলা ভাষাার জন্য রাজপথে নেমেছিল, দিতে হয়েছিল বুকের তাজা রক্ত। মহান একুশে ফেব্রুয়ারি সেই রক্তস্নাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়। এমন দিনে
এরকম একটি মহৎ উদ্যােগ গৃহণ করা সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, মিডিয়া পার্টনার দৈনিক ইছামতী, সৌজন্যে আসাদ ডেন্টাল কেয়ার মহাস্থান, পরার্মশ দেন অত্র প্রতিষ্ঠানে সহ-সভাপতি ডাঃ রাইসুল ইসলাম বি.ডি.এন (রাজ:), টিএমএসএস ডেন্টাল কলেজ, বগুড়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের অত্র সংগঠন সাধারণ সম্পাদক ইসলামুল হক সাগর, সহ-সভাপতি গোলাম রব্বানী রকি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম , রিজু ইসলাম রিপন, প্রচার সম্পাদক মেহেদি হাসান মারজান, নুর মোহাম্মদ আরাফাত, রোকনুল ইসলাম রোকন, সাকিব হাসান নাঈম, রাফি, জয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital