মোঃশাহজালাল জুয়েলঃ
সাহসী শব্দ সৈনিক ফয়সাল মাহমুদ আজ স্ব পরিবারে করোনায় আক্রান্ত। দেশের অশহায় মানুশের জন্য কাজ করে যাওয়া এই মানুষ টি ১৯৯৭ থেকে১৯৯৯ অব্দি, ইম্প্রেস টেলিফিল্ম, এরপর ভারতের ইন্দ্রুপুরি স্টুডিওতে মলয় ভট্টাচার্য এর সহকারি পরিচালক হিসেবে নিমা রহমান আপার ১৩ পরবের বিস্তৃতি নাটকে কাজ করে।
১৯৯৯ এর শেসে এসে যোগ দেয় তার স্বপ্নের টেলিভিশন একুশে তে। পদ ছিল প্রডাকশন এসিস্ট্যান্ট। খুবিই দামি দ্বায়িত্ব দেয়ার পর তিনি যা যা করেছি একুশে টেলিভিশনে তা হলো-
১. হানিফ সংকেত দার সাথে একুশের পাল তুলের সহকারি।
২. একাত্তরের এই দিনে
৩. এক কাপ চা
৪. শেকরের সন্ধানে
৫.বাংলাদেশে প্রথম আধুনিক প্রমোশনাল মেইক করা এবন এয়ার দেয়া ইত্যাদি আরো অনেক কাজ করেছেন তিনি। বর্তমানে একটি অনলাইন চ্যানেলের সিও হিসেবে দায়িত্ব পালন করছেন।যার নাম চ্যানেল এফ এম 24, যার একটি অনুষ্ঠান ইতিমধ্যে অনলাইনে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন,যার নাম-"অপারেশন গুরুজী"।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital