উৎসাহ উদ্দীপনায় পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৩৮ কাউন্সিলর প্রার্থীর মনোয়নপ্রত্র দাখিল
হাসান জুয়েল
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবু সাঈমের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সুইট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ সুমন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী এবং পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ। পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম সুইটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েল, যুগ্ম সম্পাদক আবু তালেব সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital