পাবনার চাটমোহর পৌরসভার আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার মনোনয়নপত্র বাছাই ও ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,বিএনপি মনোনীত পৌর বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান আরশেদ,বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পাবনার অতিরিক্ত জিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৩১জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩টি সংরক্ষিত আসনে ১৩ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর পক্ষে মনোনয়নপত্র জমা দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল,পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার, জেলা আ'লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মান্না,কামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের নেতা কর্মী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital