নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার। ৬০ পিস ইয়াবাও উদ্ধার।
নরসিংদী প্রতিনিধি:Ñনরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মোঃ তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মোঃ জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভার এর ছেলে নাদিম মিয়া(২৭)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত প্রবন এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।
তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়ীতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করতেছিল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
#
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital