নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ষষ্ঠ দিনের মতো ফেনীতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ফেনী জেলা সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মবিরতিতে অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরাসহ জেলার ৬ টি উপজেলার ১৬০ জন স্বাস্থ্য সহকারী। এতে বন্ধ রয়েছে জরুরি সেবা ও টিকাদান কর্মসূচি।এসময় আন্দোলনকারীরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।গত ২৬ নভেম্বর থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে আসছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital