দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সরকারের অঘোষিত লকডাউনের পরবর্তী সময়ে রাঙামাটির আপাময় জনগণের মাঝে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা লক্ষ্য করা গেলেও বর্তমানে করোনার সতর্কতামূলক নির্দেশনার কোনোটাই দৃষ্টিগোচর হচ্ছে না বলা চলে।তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।বুধবার সকালে রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবীর পিপিএম-সেবার নির্দেশনায় ও রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে শহরের দোয়েল চত্বরের সামনে ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকজন পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।এবিষয়ে, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের বলেন, আমরা করোনার শুরু থেকে জেলার মানুষ মাস্ক পড়ে যাতে ঘরের বাহির হয় তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে আসছি। তারই অংশ হিসাবে আজকেও রাঙামাটি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমাদের পুলিশ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা এক যোগে এই অভিযান পরিচালনা করেছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital