
নিউজ ডেস্কঃ
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পটুয়াখালীতে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় টহল চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী)। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র্যাবের এ পদক্ষেপ।
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে শহরের ২নং বাধঘাট, হেতালিয়া, চৌরাস্তা,পাগলার মোড়,শাখারিয়াতে টহল ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট বসিয়ে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে কাগজপত্র যাচাইসহ চালানো হয় তল্লাশি। পাশাপাশি সড়কে চলাচল করা মোটরসাইকেলের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মোটরসাইকেল চালকদের অবহিত করা ও ওই সকল যানবাহনে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চায় র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব-৮ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের এই নিয়মিত টহল ও চেকপোস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও করেন তিনি।