আলাউদ্দিন, সিনিয়র রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেছেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”
অদ্য ০৩/১১ /২০২৫ তারিখে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভায় ওসি সাজেদুল ইসলাম জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে গ্রাম আদালতকে নিয়ম মেনে পরিচালনা, গ্রাম পুলিশদের কার্যকরভাবে ব্যবহার এবং নিজ নিজ ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক, চোরাচালান, বাল্য বিয়ে, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধিরা প্রথম সারির সৈনিক। ইউনিয়ন পর্যায়ে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ওসি আরও বলেন, “গ্রাম আদালতকে সক্রিয় রাখতে হবে। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করতে পারলে জনগণও সহায়তা করবে এবং সামাজিক শান্তি বজায় থাকবে।”
সভায় ইউপি সদস্যরা সমাজ উন্নয়ন, অপরাধ দমন, তথ্য আদান–প্রদান ও জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশের সাথে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে থানার কর্মকর্তা, গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।