প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“ব্রাহ্মণপাড়া থানার ওসিকে রোল-মডেল মানছেন সাংবাদিকরা: কুমিল্লার ১৭ থানায় স্বচ্ছতা ও সাহসী ভূমিকার আহ্বান; পুলিশ সুপারের দিকনির্দেশনার দাবি”

আলাউদ্দিন, সিনিয়র রিপোর্ট-

কুমিল্লা: আজ ব্রাহ্মণপাড়া থানা কম্পাউন্ডে গ্রাম পুলিশদের মাসিক প্যারেড ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। প্যারেডে নেতৃত্ব দেন অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম।

প্যারেড শেষে গ্রাম পুলিশদের শৃঙ্খলা, সেবা মনোভাব ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের সততা, মানবিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান ওসি।

তিনি আরও জানান, গত মাসের কার্যক্রমের ভিত্তিতে আগামী সপ্তাহে তিন জন গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হবে। এতে দায়িত্বশীলতা বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে স্থানীয় সাংবাদিকদের মতে, ব্রাহ্মণপাড়া থানার কর্মকাণ্ড ও স্বচ্ছতা জেলার অন্যান্য থানার জন্য ইতিবাচক উদাহরণ হতে পারে।

সাংবাদিকরা দাবি তুলেছেন, কুমিল্লার সম্মানিত পুলিশ সুপার জেলার ১৭ থানার ওসিদের জন্য সুস্পষ্ট নৈতিক ও স্বচ্ছ কর্মপদ্ধতির দিকনির্দেশনা প্রদান করবেন, যাতে প্রতিটি থানায়—

জনবান্ধব পুলিশিং

সঠিক ও নির্ভুল তদন্ত

অপরাধ দমন কার্যক্রম

জনতার আস্থা অর্জন


নিশ্চিত হয়।

সাংবাদিকরা বলেছেন, থানার সাফল্যগুলো থানার অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে প্রকাশ করা উচিত, যাতে জনগণ পুলিশের ভালো কাজ সম্পর্কে নিয়মিত জানতে পারে।

তারা আরও বলেন, সাংবাদিকতার লক্ষ্য শুধু ভুল খুঁজে বের করা নয়;
পুলিশের ভালো কাজ প্রশংসা এবং অনিয়ম হলে তা তুলে ধরা—দুটোই আমাদের দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়