প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ

ছবিঃ সংগ্রহীত।

নিউজ ডেস্কঃ 

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

দুপুরে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে প্রবেশ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। বাড়ি ভাতা ২০ শতাংশের কমে হবে না, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকার নিচে গ্রহণযোগ্য নয় এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতে হবে।’

তিনি আরও বলেন, সরকারের উদাসীনতার কারণেই শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত দাবি মেনে না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়