প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে রাতের তাপমাত্রা কমতে পারে, অব্যাহত থাকবে বৃষ্টি

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ অনেক স্থানে গত ২৪ ঘণ্টায়ও বৃষ্টি হয়েছে। তবে ভ্যাপসা গরম থেকে খুব বেশি স্বস্তি মিলেনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে দেশের দিন ও রাতের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে—

  • দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে জানানো হয়েছে,

  • ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  • রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

  • দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল অবস্থায় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয়।

এছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়