কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ও নথিপত্র যাচাই করা হয়েছে। সংগ্রহ করা তথ্য ও প্রমাণাদি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।