এইচ এম আমজাদ হোসেন মোল্লা:
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় মৎস্য দিবস। সোমবার (১৮ আগস্ট) সকাল ১২টা ৩০ মিনিটে জেলা কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার ফেরদৌস মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা ডা. ফজলুল কাবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ ও এর টেকসই উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।