প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় পালিত হয়েছে  জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ 

ফরিদপুর ব্যুরো

"অভয় আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি।"
এই শ্লোগানকে সামনে রেখে 
ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। আয়োজনের শুরুতে ছিল র‍্যালি, পরে আলোচনা সভায় মৎস্যচাষে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। 

"জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫" উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। সোমবার  সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয় র‍্যালি,অংশ নেন সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি,শিক্ষার্থীরা ও সাধারন মানুষ।

পরে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

"আমাদের তরুণ সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হতে হবে। এতে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে।"

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,
"নগরকান্দায় ইতিমধ্যেই অনেক সফল মৎস্যচাষি রয়েছেন। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে আরও সহযোগিতা করব।"


অনুষ্ঠান শেষে সফল চাষিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মৎস্য সপ্তাহ চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে কৃষিবিদ তিলোক কুমার ঘোষ এর সঞ্চলনায় 
উপজেলা মৎস্য কমকর্তা কৃষিবিদ আবদুল্লাহিল আবরার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,শহীদনগর ইউনিয়ন পরিষদ,সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান(অনু)  শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব হোসেন, নগরকান্দা প্রেসক্লাব এর সভাপতি শওকত আলী শরীফ,নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা তৈয়াবুর রহমান(মাসুদ) প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়