মো সুমন হাওলাদার:
‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনর্চাজ মো. মহিদুল ইসলাম, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাত্বব্বর, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম বিপ্লব, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ন প্রমুখ।
সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।