প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাহসী ওসি আফতাব উদ্দিন: জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন বন্দর থানার ওসি

এবাদুল হোসেন

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন দায়িত্ব নেয়ার পর থেকেই এলাকায় অপরাধ দমনে বলিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করে চলেছেন। তার নেতৃত্বে পরিচালিত একের পর এক সফল অভিযানে স্থানীয় জনসাধারণ আজ কৃতজ্ঞ।

ওসি আফতাব উদ্দিন দায়িত্ব নেয়ার পর মাদক, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যেই অসংখ্য ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মাদকবিরোধী এই কার্যক্রমের ফলে তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে।

সম্প্রতি বন্দর থানা পুলিশের ওপর সংঘটিত হামলার ঘটনায় তিনি চ্যালেঞ্জিং পদক্ষেপ গ্রহণ করেন। মূল আসামি শাকিলকে গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে ব্যাপক সাড়া ফেলেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভরসা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে, অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন—আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না।

শুধু তাই নয়, নিয়মিত টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারছে।

এলাকাবাসী বলছে—
“বাংলাদেশের প্রতিটি জেলায় যদি একজন করে ওসি আফতাব উদ্দিনের মতো সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা থাকতেন, তবে দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি আর চাঁদাবাজি অনেক আগেই শেষ হয়ে যেত।”

তার সততা, আন্তরিকতা ও সাহসিকতা তাকে শুধু একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়