প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ বিতর্ক: হেফাজতে সেনা কর্মকর্তা, তদন্ত শুরু

মো. সোহেল গাজী 

আওয়ামী লীগ কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযুক্ত কর্মকর্তা হলেন মেজর সাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা সেনাসদরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, “সামরিক শৃঙ্খলা ভঙ্গ ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মেজর সাদিককে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনী এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেজর সাদিক নিজেকে পরিচয় দিয়ে একটি রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ও কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছেন বলে দাবি করা হয়। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা আরও বলেন, “সেনাবাহিনী একটি অরাজনৈতিক, পেশাদার বাহিনী হিসেবে সংবিধান ও আইনের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ তার নিজের এবং তা সেনাবাহিনীর অবস্থান নয়। সেনাবাহিনী রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখেই দেশের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।”সামাজিক মাধ্যমে জনগণের একাংশও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঘটনার স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, এ ধরনের অভিযোগ তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়