মো. সোহেল গাজী
গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গণঅভ্যুত্থান দিবস একটি গণতান্ত্রিক ঐতিহাসিক দিন। এই দিনকে ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা নাশকতার তথ্য পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই করা হবে। আমরা চাই, এই দিনটি শান্তিপূর্ণভাবে উদ্যাপন হোক।”
গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সরকারও এ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানান, কেউ যেন গুজব বা অপপ্রচারে কান না দেন এবং যে কোনো তথ্য সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।