মামুন মিঞা, ফরিদপুর ব্যুরো
ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুলাই) রোজ বুধবার সকাল দশটায় সকালে উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা
প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক,উপজেলা মৎস্য কর্মকর্তা আবরার হোসেন, নগরকান্দা থানার এস আই সনাতন , সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম,চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির,রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমদ্দীন মন্ডল,তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফকির, শহীদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত প্রমূখ।
সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং সমস্যা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”
সভা শেষে আগামী মাসের করণীয় নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।