প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর শিবপুর মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করুন । মুঃ আব্দর রহিম,এসি ল্যান্ড শিবপুর।

জাহিদুর রহমান, জেলা প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর, শিবপুর উপজেলায় অদ্য ২৩   জুলাই ২০২৫ ইং বুধবার বিকালে শিবপুর উপজেলার  পালপাড়া গ্রামের ,বড়কান্দা নামক স্থানে মোঃ উসমান নামক এক ব্যক্তি মাদকসেবী , মাদকসেবনরত অবস্থায় স্থানীয় জনসাধারণের  বিরক্তকর উদ্বেগ এর সৃষ্টি করছিলো।স্থানীয় জনসাধারণের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রায় সময় মাদক সেবন করে স্থানীয় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে।আজ মোবাইল কোর্ট পরিচালনকালে মাদকসেবীর বাবা নিজেই অভিযোগ দাখিল করেন।
তৎপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায়  ১০০/- অর্থদন্ড  ও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন , মুঃ আব্দর রহিম ,সহকারী কমিশনার (ভূমি )  শিবপুর, নরসিংদী। অভিযানে শিবপুর মডেল  থানার পুলিশের একটি  টিম সার্বিক সহযোগিতা করেন। মুং আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর তিনি বলেন শিবপুরে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়