প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচার করা হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার। 

বুধবার (১৬ জুলাই) রংপুরে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের চার উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত আত্মীয়-স্বজন। 

অন্তর্বর্তী সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচার করা হবে: আইন উপদেষ্টা রংপুরে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ দিবস উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 
আসিফ নজরুল বলেন, বিচারকাজ নিশ্চিত করা হচ্ছে। এ বিচারকাজ পূর্ণগতিতে এগিয়ে চলেছে, কারও কোনো গাফিলতি নেই। আমার বিশ্বাস আমাদের শাসনামেলে এ হত্যাকাণ্ডের বিচার হবে।  
 
একই অনুষ্ঠানে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেয়া তা নয়, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিনের বিচার ইতিহাস তৈরি করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মধ্যদিয়ে।
 
জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের দাবি ওঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়