কাজী সজিব আহমদ তালুকদার
সিলেট জেলা প্রতিনিধি :
বিচার হয়নি, সাজাও না— তবু ৩০ বছর কা রা গা রে ছিলেন কনু মিয়া।
হত্যা মা ম লা য় বিচার হয়নি, সাজা ও হয়নি। কেবল একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মা*নসিক রো'গী কনু মিয়া কা রা গা রে কাটিয়ে দিয়েছেন টানা ৩০ বছর দুই মাস ১৯ দিন।
অবশেষে সরকারি আইনি সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হস্তক্ষেপে মুক্তি পেলেন। তিনি লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামের মৃত চিনি মিয়ার ছেলে।