
মাইদুল হক মিকুঃ
দেশের তিনটি বিভাগ—চট্টগ্রাম, খুলনা ও বরিশালে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৬ জুলাই) সকালে আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এসব অঞ্চলে ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম মহানগরীতে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয়দের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।