প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার

মাসুম বিল্লাহঃ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রবিবার (২২ জুন) রাতে তাকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছে একটি পুলিশি সূত্র।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও একটি নির্ভরযোগ্য সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

নুরুল হুদার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে কে এম নুরুল হুদাকে ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে জানানো হয়— যারা জনতা উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 
 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়