মাসুম বিল্লাহঃ
রাজধানীর উত্তরা এলাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, উত্তেজিত জনতা তাকে আটক করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেয়। পরে নিরাপত্তার স্বার্থে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিসি আরও জানান, সাবেক এই সিইসির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা রয়েছে। ডিবি থেকে তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
জানা গেছে, আজই বিএনপির পক্ষ থেকে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সিইসি-সহ ২৪ জনের নাম উল্লেখ করে শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করা হয়।
উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির অভিযোগ, ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার ঘটনা ঘটেছিল।