
তাহের তারেক
ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়া থানায় গত ১১ জুন নওগাঁ জেলার জনৈক সালমা আক্তার (৩৮) বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮৬ জনের নামে মামলা দায়ের করেন। যার মামলা (নং ৩৫) ৫ ই আগস্ট এর ঘটনার পরপরই বাংলাদেশে গণহারে মামলা হয়েছিল হঠাৎ করেই দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এ মামলাটি হওয়ায় অনেকেই উদ্দেশ্যপ্রণীত মামলা এবং বাণিজ্যিক মামলা হিসেবে গণ্য করছেন।
এ মামলাটিতে বিএনপি'র নেতাকর্মী এবং অনেক নিরীহ লোকজনকে হয়রানিমূলক আসামী করা হয়েছে বলে অনেকের মন্তব্য পাওয়া গিয়েছে। মামলার বাদী সালমা আক্তার (৩৮) পিতা মোঃ সালাম, স্বামী মৃত শাকিল আনোয়ার সাং তেজনন্দী পোস্ট সমস পাড়া থানা আত্রাই জেলা নওগাঁ, বর্তমান সাং ভাদাইল পোস্ট ধামসোনা থানা আশুলিয়া জেলা ঢাকা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ৫ই, আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শাকিল আনোয়ার দুপুর ২:৩০ টা মি: দিকে অতর্কিত হামলায় চোখে এবং শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ায় অসুস্থ বোধ করেন শাকিল আনোয়ার তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখার ও আইনগতভাবে বিবেচনা করার ব্যাপারে আশ্বস্ত প্রদান করেন।