
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ২,১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। নতুন দাম রোববার (১৪ মে) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি স্বর্ণ):
-
২২ ক্যারেট: ১,৭৪,৫২৮ টাকা
-
২১ ক্যারেট: ১,৬৬,৫৯৭ টাকা
-
১৮ ক্যারেট: ১,৪২,৮০২ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,১৮,১৬৮ টাকা
স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছুটা পরিবর্তন হতে পারে।
গত ৫ জুন বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। এক সপ্তাহের ব্যবধানে আবার বাড়লো দাম।
২০২৫ সালে এখন পর্যন্ত ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে:
-
দাম বেড়েছে: ২৬ বার
-
দাম কমেছে: ১২ বার
২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল।
রুপার দাম আগের মতোই:
রুপার দাম এই দফায় পরিবর্তন হয়নি। এখনকার দাম:
-
২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা
-
২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা
-
১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
স্বর্ণের দামে নিয়মিত ওঠানামা থাকায় ক্রেতা-বিক্রেতাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।