প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিলন শেখঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "ইচ্ছা করলে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি পরিচয়ে যেসব লোককে পুশ ইন করা হচ্ছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে, তারা প্রপার চ্যানেলে আসছেন না। অমানবিকভাবে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি।

তিনি আরও বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে। যদি ভারতে প্রকৃত বাংলাদেশি নাগরিক থাকে, বাংলাদেশ অবশ্যই তাদের গ্রহণ করবে, তবে সেটা নিয়মমাফিক আসতে হবে। কিন্তু এখন সীমান্ত পেরিয়ে জঙ্গল ও অনানুষ্ঠানিক রাস্তায় ঠেলে দেওয়া হচ্ছে, যা বেআইনি এবং অমানবিক। এ ধরনের পুশ ইন আমরা মেনে নেব না—সেটা ভারতীয় কর্তৃপক্ষকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

থানা পরিদর্শনের আগে উপদেষ্টা উপস্থিত সবার মাঝে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমি যা বলছি, তার খণ্ডিত অংশ প্রচার করবেন না। আমার বক্তব্যের পুরোটা প্রকাশ করবেন যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং পার্শ্ববর্তী নিজেদের স্বার্থে জাতে ব্যবহার করতে না পারে।

তিনি আরও বলেন, পলিথিন ব্যবহার রোধে সবাইকে সচেতন করতে হবে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে।

পরে উপদেষ্টা গাজীপুরের বিশিয়া কুড়িবাড়ি এলাকায় ৬৩ বিজিবি ক্যাম্প এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন।

তুলা খাতের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, "তুলা চাষে আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। তাই তুলার উৎপাদন এবং বীজ উৎপাদন—দুই ক্ষেত্রেই উন্নতি করতে হবে। তুলাকে এখন কৃষি ফসল হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি এটি লাভজনকভাবে ব্যবহার করা যায়, তাহলে কৃষকরা অবশ্যই আগ্রহী হবে। 

তিনি সংশ্লিষ্ট সকলকে তুলা খাতে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়