প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্য বিরোধী আন্দোলনে দেবিদ্বারে হত্যা মামলায় আটক আ’লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

স্টাফ রিপোর্টার  ( কুমিল্লা ) মাহমুদুল হাসান ভূইঁয়া 

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৬ আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত বৃহস্পতিবার (২৯ মে) দেবিদ্বার থানা পুলিশ কুমিল্লা ৪ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৬ আসামীর ৭দিনের রিমান্ড আবেদন চাইলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি রুবেল হত্যা মামলার আসামী উপজেলার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারকে এক দিনের রিমান্ড এবং অপর ৫ জন সুজন মিয়া (সুজন), নাঈম সরকার, কাউছার সরকার, আবু কাইছার, আনিস মেম্বারকে ২ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে আসা ৬ আসামী হলেন, মো. সিরাজুল ইসলাম সরকার(৬০), তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত: মালেক সরকারের পুত্র এবং এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এলাহাবাদ ইউপি’র ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান। আনিস মেম্বার(৩৮), তিনি উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র, সে রসুলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। নাঈম হাসান সরকার(২৪), পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের আবুল বাশারের পুত্র, সে দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এসএ সরকারী কলেজ শাখার সদস্য। কাউছার সরকার(৩৩), উপজেলার বক্রিকান্দি গ্রামের ফজলু মিয়ার পুত্র, সে সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং পেশায় মৎসজীবী। মো. কাউছার (২৮), পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের আবু সুফিয়ানের পুত্র, সে উপজেলা যুবলীগের সদস্য। সুজন মিয়া (৩০) ছোটশালঘর গ্রামের অহিদ মিয়ার পুত্র। সে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (৩১ মে) তাদের দেবিদ্বার থানায় এনে রুবেল হত্যাসহ অন্যান্য হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। রুবেল হত্যা মামলার আসামী এলাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারকে জিজ্ঞাসাবাদ (১দিনের রিমান্ড) শেষে রোববার (০১ জুন) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়। অপর ৫ আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২ জুন) আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবিদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলার ৬ আসামীকে রিমান্ডে আনা হয়। এদের একজনকে একদিনের এবং অপর ৫ জনকে ২ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামীরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়