প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ভেজাল খাদ্য  কারখানায় অভিযান ১লক্ষ টাকা জরিমানা ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত 

 স্টাফ রিপোর্টার  (কুমিল্লা) মাহমুদুল হাসান ভূইঁয়া 

কুমিল্লার মুরাদনগরে ভেজাল খাদ্যের কারখানায়  অভিযান চালিয়ে ভেজাল মালামাল জব্দ একজনকে১লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার (২৮ মে) বিকেলে  পাহাড়পুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় মিরাজ ফুড প্রোডাক্টস নামে একটি  কারখানায় অভিযান পরিচালনা করা হয়, এসময় কারখানায় ভেজাল মালামাল জব্দ সহ রাকিবুল ইসলাম নামের একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এ অভিযান পরিচালনা করেন, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। 
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ ও মুরাদনগর থানা পুলিশ।  
মিরাজ ফুড প্রোডাক্টস নামে কারখানাটিতে কাপড়ের রং ও কেমিক্যাল মিশিয়ে টমেটো শস, ভিনেগার, মটরশুটি, বেকিং পাউডার ও অরেঞ্জ জেলিসহ নানান রকম  ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা বিএসটিআই ও উপজেলা প্রশাসন  কারখানায় এ অভিযান পরিচালনা করেন। 
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে অভিযান চালিয়ে কেমিক্যাল ও রঙ দিয়ে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিককে ১লক্ষ টজরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় কারখানার মালামাল জব্দ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়