প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছড়িয়ে পড়া ভুয়া ভিডিওটি 'উদ্দেশ্যপ্রণোদিত' -জব্বার মন্ডল

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তিনি দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যস্ত একটি সড়কে কয়েকজন ব্যক্তি একজন মানুষকে শার্টের কলার ধরে মারধর করছেন। ভুক্তভোগীর চেহারা দেখে অনেকেই তাকে আব্দুল জব্বার মন্ডল ভেবে গুজব ছড়াতে শুরু করেন।

তবে বুধবার (২১ মে) সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান, “এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ভিডিওটি ভুয়া। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।”

এর আগেও মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগ পাওয়া যায়।  

সে সময় নিজের বৈধ ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্টে তিনি লেখেন, “আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।”

ছড়িয়ে পড়া এই ভুয়া ভিডিওটির ব্যাপারেও আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন আব্দুল জব্বার মন্ডল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়