নিউজ ডেস্কঃ
মোঃ রেজাউল ইসলাম লাকী জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন। প্রতিষ্ঠানটির সম্পাদকীয় বোর্ড সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করেছে। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রেজাউল ইসলাম লাকী মাঠপর্যায়ে প্রতিবেদন, অনুসন্ধানমূলক রিপোর্ট এবং মানবাধিকারভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন। কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব ও পাঠকপ্রিয়তার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে জানা যায়।
চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পাওয়ার পর রেজাউল ইসলাম লাকী বলেন, “পত্রিকার প্রতি আস্থা রাখার জন্য সম্পাদকীয় বোর্ডকে ধন্যবাদ। পাঠকদের জন্য আরও মানসম্মত, নির্ভরযোগ্য ও অনুসন্ধানী সংবাদ উপহার দেওয়ার চেষ্টা করবো।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তার সাফল্য কামনা করা হয় এবং সংবাদ মাধ্যমকে আরও এগিয়ে নিতে তার কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।