প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"কুমিল্লার থানাগুলোর স্বচ্ছতা নিশ্চিত ও গণমাধ্যমবান্ধব পরিবেশের দাবি সাংবাদিকদের"

আলাউদ্দিন, সিনিয়র রিপোর্টার:

কুমিল্লা জেলার সাংবাদিক মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান ও ইতিবাচক যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের দাবি, থানাগুলোতে অর্জিত সাফল্য এবং বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে আরও বেশি দৃশ্যমান করে তোলা হলে পুলিশ-সাধারণ মানুষের মধ্যে আস্থা, বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

সাংবাদিকরা বলেন, কোনো থানা গুরুত্বপূর্ণ অভিযান বা সাফল্য অর্জন করলে তথ্য জানতে চাইলে অনেক সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পর্যাপ্ত তথ্য প্রদান করতে দ্বিধায় পড়েন। এতে গণমাধ্যমের মাধ্যমে পুলিশের ইতিবাচক কর্মকাণ্ড প্রচার ব্যাহত হয়। তাদের দাবি, পুলিশ বাহিনী দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—এই সফলতাগুলো প্রচারিত হলে পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কিছু সাংবাদিক অভিযোগ করেন, দেশের অন্যান্য জেলায় থানাগুলো বিভিন্ন সাফল্যের তথ্য প্রেস ব্রিফিং, অফিসিয়াল ওয়েবসাইট বা থানার ফেসবুক পেইজের মাধ্যমে জনগণকে অবহিত করছে। অথচ কুমিল্লার কয়েকটি থানায় এ ধরনের উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখা যায়।

বিশেষ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নতুন অফিসার-ইন-চার্জের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা বলেন, নতুন নেতৃত্বের হাতে থানা পরিচালনার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বয় আরও জোরদার করা জরুরি।

সাংবাদিকদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে,

জেলার ১৮টি থানা যেন নিয়মিতভাবে সাফল্য ও কার্যক্রম প্রকাশ করে

থানার ওয়েবসাইট ও ফেসবুক পেইজ সক্রিয় করা হয়

গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়

জনগণের পাশে পুলিশের মানবিক ও উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়


সাংবাদিকরা বিশ্বাস প্রকাশ করেছেন—এসব উদ্যোগ গ্রহণ করা হলে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

শেষে তারা মাননীয় পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান, জেলার সব থানাকে সমন্বিতভাবে জনগণ-মুখী ও গণমাধ্যম-বান্ধব কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়