প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মিলনমেলা ও পিকনিক ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির উদ্যোগে আগামী ৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংবাদিকদের মিলনমেলা ও পিকনিক।

দিনব্যাপী এই আয়োজনে থাকছে নানা রঙিন আয়োজন ও বিনোদনের ছোঁয়া। সকাল ৮টায় বাংলাদেশ সচিবালয়ের পূর্ব গেট থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করা হয়েছে গাজীপুরের পূবাইল এলাকায়।

অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা—খালি গলায় গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও নৃত্য। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি গ্রুপের দুইজন করে বিজয়ীকে দেওয়া হবে পুরস্কার।

এছাড়া আয়োজন করা হয়েছে মজার সব খেলা—রশি টানাটানি, চোখ বাঁধা হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, চেয়ার খেলা ও শিশুদের জন্য বিস্কুট খেলা। প্রতিটি ইভেন্টের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

এ সময় সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১০ জন সাংবাদিক ও ১০ জন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিক সমাজের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন—এই মিলনমেলা সাংবাদিকদের জন্য হবে একটি স্মরণীয় ও আনন্দঘন দিন।

অনুষ্ঠানের সফলতা কামনা করে সভাপতি মোঃ শামীম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ, গাজীপুর শাখার পক্ষ থেকে সকল সদস্য ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়