প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক শিপন আহমেদের মৃত্যু পাইকপাড়া বড় কবরস্থানে দাফন সম্পূর্ণ 

এইচ এম আমজাদ হোসেনঃ

নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রিয় মুখ শিপন আহমেদে হার্ট ষ্টোক করে মৃত্যু বরন করেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার রাত ২টায় চাষাড়ার একটি ক্লিনিকে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ফটো সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুর খবর পেয়ে রাত ৩ টার দিকে দেওভোগ পাক্কা রোড়্ এলাকায় ছুটে আসেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল এসময় তিনি প্রয়াত শিপনের ভাই স্ত্রীর ছেলে মেয়ে সহ পরিবারের সদস‍্যদের সাথে কথা বলেন এবং যে কোন প্রয়োজনে তার সহযোগিতার আশ্বাস দেন। 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। এরপর দ্বিতীয় জানাযা উত্তর নলুয়া ইসলামিয় মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হওয়া। পর নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হবে।

উপস্থিত থেকে শোক প্রকাশ করেন, বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড, মাহবুবুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফুল আলম দীপু

মডেল গ্রুপের মাসুদুজ্জামানের পক্ষে মনির সর্দার, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক  সভাপতি ৯০দশকের প্রথম ফটো সাংবাদিক মাহমুদ হাসান  কচি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, বর্তমান সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাবেক সাহ-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি,, দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জুয়েল, শাওন, দৈনিক নয়াদিগন্তের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদ,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিলন,সাবেক সহ সভাপতি  আরিফুর রহমান জয়, সাবেক সাংগঠনিক  সম্পাদক মেহেদী হাসান সজীব, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, টাইমস নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক সৌরভ, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো:সাজু হোসেন, দেশ টিভির স্টাফ ক্যামেরাপার্সন জয় সহ উত্তর ও দক্ষিণ নলুয়ার সর্বসাধারন মুসুল্লিগন। 

এসময় দ্বিতীয় জানা যায় শোক প্রকাশ করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মরহুম শিপন আহমেদের ভাই বিএনপি নেতা হাজী ইসমাইল হোসেন, এবং শোক জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন। 

জানা যায়, ২০০১ সালে দৈনিক খবরের পাতা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেন। এরপর ২০০৩ সাল থেকে একই প্রতিষ্ঠানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় সংবাদ সংস্থা ফোকাস বাংলা ও জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার সর্ব প্রথম ফটো শুরু করা সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়