প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে এন,টিভির গোপালগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার সারমাতের অকাল  মৃত্যুতে  শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

কবির হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধঃ

 এনটিভির গোপালগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের অকাল মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে ১১ই  অক্টোম্বর শনিবার দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাব কার্যালয় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল শেখ, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ,সদস্য নূর আলম শেখ,আশিক উন-নূর দিপু ও মিরান গাজী প্রমূখঃ
বক্তারা প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের সাংবাদিক জীবনের বিভিন্ন কাজের  উজ্জ্বল দিক তুলে উজ্জ্বলদের তুলে ধরেন, তার আত্মার  মাগফেরাত কামনা করেন,এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, শোকসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, মোনাজাত পরিচালনা করেন
মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মুকসুদপুর,কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ূম শরীফ,অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়