প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের ১ম বর্ষ পুর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শাহ আলম (বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া)। 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের ১ম বর্ষ পুর্তি উপলক্ষে রবিবার বাদ মাগরিব পবিত্র আল- কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক সরেজমিন বার্তার কো-এডিটর সূফি লায়ন মোঃ আসিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এড. জাকারিয়া, বিশিষ্ট ব্যাংকার আতাউর রহমান শাহীন, প্রেসক্লাবের দাতা সদস্য মিজানুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা এ আর চিশতি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ, কমরেড নজরুল ইসলাম,  ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আলেম ওলামা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক সরেজমিন বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ শাহ আলম। উক্ত অনুষ্ঠান পবিত্র আল-কোরআন খতম আদায় করে  ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি জন্য  মোনাজাত করা হয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়