প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

কামরুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের জন্য নিরাপদ ও ভয়হীন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম প্রেস ক্লাব। শুক্রবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দু’টির নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার সন্ধ্যায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে ডবলমুরিং থানায় দৈনিক আজকের পত্রিকা-এর সাংবাদিক আবদুল কাইয়ুম এবং দৈনিক জায় যায় দিন-এর সাংবাদিক সাহিদুল ইসলাম মাসুম পুলিশের অসৌজন্যমূলক আচরণের শিকার হন। একই দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে সিএমপি যেভাবে অপ্রয়োজনীয়ভাবে কঠোর ভাষা ব্যবহার করেছে, সেটি হুমকিমূলক, অনভিপ্রেত এবং উদ্বেগজনক।

বিবৃতিতে সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ বলেন—
“আমরা মনে করি, এসব ঘটনা মুক্ত ও অবাধ গণমাধ্যমের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। গণমাধ্যম, পুলিশসহ প্রত্যেকটি সংস্থা আইন ও নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়। তাই একে অপরের প্রতি দায়িত্বশীলতা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করাই উচিত। বিশেষ করে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন, ফলে তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর সিএমপি কর্তৃপক্ষ কঠোর অবস্থান থেকে সরে এসে আলোচনায় বসার আশ্বাস দিলেও, কিছু মহল এই ঘটনাকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সিএমইউজে ও প্রেস ক্লাব নেতারা অভিযোগ করেন—“পতিত ফ্যাসিবাদের সহযোগীরা সাংবাদিকতার নামে সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে। গণহত্যার উস্কানিদাতা, হত্যা মামলার আসামিদের মদদ দিয়ে তারা দলীয় শ্লোগান তুলে অপতৎপরতা চালাচ্ছে।”

বিবৃতিতে অবিলম্বে এসব উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসাথে গত জুলাই বিপ্লবের পক্ষে ভূমিকা রাখা দেশপ্রেমিক সাংবাদিকদের এসব চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়