প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া প্রেসক্লাব নির্বাচন  রানু সভাপতি কালাম  সম্পাদক  নির্বাচিত রবিউল ইসলাম সাজু, বগুড়া 

রবিউল ইসলাম সাজু, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে  সভাপতি পদে হাড্ডা- হাড্ডি লড়াইয়ে রেজাউল হাসন রানু (দৈনিক বগুড়া) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ( মুক্তবার্তা) পেয়েছেন ৭৫ ভোট।  সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ( বাসস) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুরশাহ লোটাস ( দূরন্ত সংবাদ) পেয়েছেন ৭১ ভোট  ৷ শনিবার সকাল ১০ টা থেকে  বিকাল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ক্লাবের ১৬৮ জন ভোটারের মধ্যে  ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সমর্থিত জাতীয়তাবাদী এবং  ইসলামী ঐক্য প্যানেল থেকে  বেচান-কালাম পরিষদ এবং রানু-লোটাস পরিষদ প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় । অন্যান্যপদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি ৩ টি পদে - রাহাত আহমেদ রিটু (দৈনিক করতোয়া) ৯০ ভোট মীর সাজ্জাদ আলী সন্তোষ ৬৩ ভোট ও মীর্জা সেলিম রেজা ৬০ ভোট। যুগ্ম সম্পাদকের ২ টি পদে-তোফাজ্জল হোসেন ৮৩ ভোট এবং  সাইফুল ইসলাম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  কোষাধ্যক্ষ পদে- তানভীর আলম রিমন (৮৪)  দপ্তর সম্পাদক পদে - রেজাউল হক বাবু (৮৯) ক্রীড়া সম্পাদক পদে - আব্দুর রহিম (৭৮) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে- শেখ শাহেদ (৮৬)  এবং পাঠাগার সম্পাদক পদে- জাফর আহম্মেদ মিলন (৮৫)। ৯ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন - মহসিন আলী রাজু (৮৮) আব্দুল মান্নান (৮৪) আব্দুর রহিম বগরা (৮২) শামীম আহম্মেদ (৭৯) জহুরুল ইসলাম (৭৪) শাহআলম মুক্তার (৬৯) গোলজার হোসেন মিঠু (৬৯) সাহেদুজ্জামান বিজয় (৬৮) ও হারুনুর রশীদ (৬৫) । নির্বাচনে  প্রধান  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়