
রবিউল ইসলাম সাজু, বগুড়া
১৬ জুন সংবাদ পত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বগুড়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশদাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সরকার সমর্থিত ৪ টি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। যার কারণে ১৯৭৮ সাল থেকে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনটিকে কালো দিবস হিসাবে পালন করে আসছে।
তিনি আরও বলেন, একদলীয় বাকশাল কায়েমের জন্য মানুষের কন্ঠকে চেপে ধরেছিল। তার মেয়ে ও দীর্ঘ ১৬ বছর বাবার দেখানো পথেই হেটেঁছে যার কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক ও জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সিনিয়র সাংবাদিক মীর্জা সেলিম রেজা,মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।