এইচ এম আমজাদ হোসেন মোল্লাঃ
২৮ মে ২০২৫ তারিখ, বুধবার বেলা ১২:০০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।
জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী তিন জনের নাম ঘোষনা করে প্রধান অতিথি বলেন, সাহসী তরুনরাও রূপসী বাংলার অংশ, তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে।
তিনি আরো বলেন, বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে-ফটো সাংবাদিকসহ একসাথে সকলের কাজ করতে হবে।
২০২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদও জানান।
আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।
আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজ এর শামরুল হক রিপন এবং ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান।
প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩রা জুন। এই সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি মশিউর রহমান সুমন, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, অর্থ সম্পাদক নাসিম শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সালেকুজ্জামান চৌধুরী রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সৌরভ ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, নির্বাহী সদস্য গন - শফিকুল আলম, মাহবুব হোসেন খান নবীন, মো:আমিনুল ইসলাম, কাজল হাজরা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ফটো সাংবাদিক নূর হোসেন, ফটো সাংবাদিক রফিকুল ইসলাম,ফটো সাংবাদিক এস এ মাসুম,ফটো সাংবাদিক মনজুরুল করিম, ফটো সাংবাদিক শেখ হাসান, ফটো সাংবাদিক মামুনুর রশিদ, ফটো সাংবাদিক নাসির উদ্দিন, ফটো সাংবাদিক আলামিন লিওন, ফটো সাংবাদিক আলী হোসেন মিন্টু, পরে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ নয়ন, ফটো সাংবাদিক এস এম আব্দুল্লাহ বাপ্পি, পরে সাংবাদিক মোঃ শরীফ, ফটো সাংবাদিক সৌরভী আক্তার রিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল ইসলাম রাজ ,নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল সহ অন্যান্য ফটো সাংবাদিক বৃন্দ গণ।