প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায়   ২ আসামি গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন 

এফ এম সিফাত হাসান,শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওনা হাসানের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের কাজে যাওয়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামী ২ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মে (মঙ্গলবার) রাতে তাদের নালিতাবাড়ী পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

এদিকে বুধবার দুপুরে গ্রেফতার করা ২ জনকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকার পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে সোমবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সৈয়দা রেজওয়ানা হাসান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তার ফেরার সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ৬ সাংবাদিককে আহত করে। এনিয়ে এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন। 

অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের আইনের আওতায় আনতে রাতেই মাঠে নামে পুলিশ। পরে রাতেই উপজেলার দাওধারা এলাকার নিজ বাড়ী থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সোমবার (২৭ মে) নালিতাবাড়ীর দাওধারা এলাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়ী বহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালালে এখন টিভির সাংবাদিক সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির সাংবাদিক নাঈম ইসলামসহ ছয় সাংবাদিক আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়