প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটপাড়া ইউএনও কে, দেয়া তথ্য ফাঁস, হুমকির মুখে সাংবাদিকঃ

মোঃ নিজাম উদ্দিন হারুনঃ

নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাউপুর (পূর্বপাড়া) এলাকায় ধলাই নদী থেকে ড্রেজারে বালু উত্তোলনের গোপন সংবাদ প্রশাসনকে জানালে উল্টো সাংবাদিকের নাম প্রকাশ করে দেন ইউএনও রুয়েল সাংমা। গত ১০ মে এ ঘটনায় সাংবাদিক বিরক্তিকর অবস্থায় পড়েন বলে জানা যায়। অথচ এর আগেও সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে একই স্থানে দুইবার ড্রেজার বন্ধ হয়েছিল।

জানা যায়, এবারও ইউএনও কোনো ব্যবস্থা না নিয়ে বরং ড্রেজার মালিকপক্ষকে সহযোগিতা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা পৌরসভার কর্মচারী গাফফার ওরফে সোহাগ এই অবৈধ উত্তোলনের সাথে জড়িত। তিনি বলেন, “মৌখিক অনুমতি” নিয়ে ঈদগাঁ মাঠ থেকে ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছিল এবং ইউএনও’র পরামর্শেই রাস্তায় পাহারা বসানো হয় যেন সাংবাদিকরা কিছু না জানতে পারে।

এ নিয়ে ইউএনও রুয়েল সাংমাকে মোবাইলে জিজ্ঞাসা করলে তিনি তথ্য পাচারের কথা অস্বীকার না করে বলেন, “আমাকে তো বলতে হবে কোথা থেকে ফোন এসেছে।” সাংবাদিকের নিরাপত্তা প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আমার নিরাপত্তা কে দেবে?” এই বক্তব্য সাংবাদিকদের মাঝে আরও উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সাংবাদিক রুবি জানান, ইউএনও রুয়েল সাংমার আচরণ সাংবাদিকদের প্রতি সবসময় নেতিবাচক। তিনি বলেন, “তথ্য দিলে সঙ্গে সঙ্গে তা ফাঁস করে দেন, ফলে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়।” এমনকি একবার অফিসে গেলে ইউএনও তাকে “সাংবাদিকতা দেখে নেব” বলে হুমকি দেন এবং আগেও অপমানজনক আচরণ করেন।

এই বিষয়ে জেলা প্রশাসনের রেভিনিউ কর্মকর্তা জাকারিয়া মুনমুন বলেন, “তথ্য পাচার করা ঠিক হয়নি। এ বিষয়ে খতিয়ে দেখা হবে।” সাংবাদিক মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইউএনও’র ভূমিকার জবাবদিহি চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়