
রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টারঃ
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায়ী জহির গং এর হাতে লাঞ্চিত সাংবাদিক।
মঙ্গলবার ২৭ শে মে দুপুরে সাভার উপজেলায় কুরবানীর ঈদ উপলক্ষে পশুর হাট ইজারা দেয়া হবে, এমন সংবাদের ভিত্তিতে দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম রবি সংবাদ সংগ্রহের জন্য গেলে। জহির গং নামের এক ব্যাক্তি তার সন্ত্রাসী বাহিনী দ্বারা কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালায় সাংবাদিক কে।
উক্ত হামলার ঘটনায় সাংবাদিক রবি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন বিগত.২৪/০৫/২০২৫ তাং এ আশুলিয়া থানা বি এনপির সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া তার ফেইজবুক পেইজে জহির গং কে মাদক সম্রাট আখ্যাদিয়ে তাকে আইনের আওতায় আনা হোক মর্মে স্টাটাস দিয়েছেন। বি এনপি নেতার স্টাটাস টা পর্যালোচনা করে মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করিলে।জহির গং ক্ষিপ্ত হয়ে তার বাহিনীদিয়ে সংবাদকর্মীকে মারার হুমকি প্রদান করেন।তারই পরিপেক্ষিতে সুযোগ বুঝেই আজই এ পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে।তবে মাদক কারবারীদের ভয়ে আতঙ্কিত আছে সংবাদকর্মী, যে কোনো মুহুর্তে সংবাদকর্মী রবিউল ইসলাম রবির হাত পা ভেঙে দিবে মর্মে জীবন নাশের হুমকি প্রদান করছেন জহির গং।
তবে এ মাদক সম্রাট মুরগী জহিরের খুঁটির জোর কোথায়।জহির গং এর বিরুদ্ধে রয়েছে ছাত্র জনতা হত্যা মামলা সহ অগনিত মামলা।(০১) আশুলিয়া থানার মামলা নং ০৯/৭৩৫ তাং ০৩/১০/১২ ধারা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর০৯/০৪ খ অত্র মামলায় মুরগী জহির ০১ নং আসামী।(০২)আশুলিয়া থানার মামলা নং(০৪) তাং ০১/১০/২০১৪ ধারা সমূহ ১৬৫/৩৬৫/৩৪২/৩৮৫/১৭৯/৩২৩৫০৬/পেনালকোড উল্লেখিত মামলায় ০৫ নং আসামী আবু তাহের ০৬ নং আসামী আব্দুস সামাদ ০৭ নং আসামী মুরগী জহির।(০৩)আশুলিয়া থানার মামলা নং ৩৩/৪৮৩ তাং ১৪/০৭/২০১২ ধারা সমূহ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। (০৪) আশুলিয়া থানার মামলা নং ৮০/৬৯৩ তাং১৯/০৯/২০১২ ধারা সমূহ ১৪৩/৩৪১/৩২৩/১২৫ /১২৬/৩০৭/৩৭৯/৫০৬/১৪ দণ্ডবিধি পেনালকোড।উল্লেখিত মামলা মুরগী জহির ০১ নং আসামী। (০৫) আশুলিয়া থানার মামলা নং(৪৫)তাং ২৩/০৯/২০১০ ধারা সমূহ ১৪৩/৪৪৭/৩০৮/৪৪৮/৩৪১/০৮২৭/৩২৩/৩২৬/৩০৭/তাং উল্লেখিত মামলায় মুরগী জহির ০১ নং আসামী(০৬) আশুলিয়া থানার মামলা নং ২০/৫৫১ তাং ০৬/০৮/২০১৩ ধার সমূহ১৪৩/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনালকোড(০৭) যাহার আশুলিয়া থানার মামলা নং ০১/৫২৩ তাং ০১/০৮/২০১২ ধারা সমূহ ১৪৩/৩৪৩/৩২৩/৩২৬/৩০৭/ পেনালকোড দণ্ডবিধি।সহ দুই ডর্জন খানেক মামলা।
তারপরেও এই জহিরের নামে কেউ কথা বললে,তাকে থাকতে হয় হাসপাতালের বেডে,এ সিন্ডিকেটকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে গ্রেফতার পূর্বক জেলে পাঠিয়েছেন অগনিত বার।
কোনে অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে মাদককারবারী ও প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড করেও বহালতবিয়তে চালিয়ে যাচ্ছে তার মাদকব্যবসা।
তার নিজস্ব সিণ্ডিকেট দিয়ে মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য করেচলেছেন এই..... জহির গংদের বিরুদ্ধে তদন্ত পর্যবেক্ষণ পূবক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।